মাগুরা সদর হাসপাতালে পানি সংকট, ভোগান্তিতে রোগীরা
মাগুরা সদর হাসপাতালে একটিমাত্র নলকূপ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। রোগী, কর্মকর্তা-কর্মচারী ও মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীসহ আশপাশের দোকানীদের একমাত্র ভরসা এ নলকূপ। ফলে পানি সংকটে পড়তে হচ্ছে তাদের।
রোকেয়া নামে এক রোগীর স্বজন বলেন, হাসপাতালে রোগী রেখে লম্বা লাইন দিয়ে পানি আনা কষ্টকর ও রোগীর জন্য অনিরাপদ। এছাড়াও নলকূপের আশপাশে কোনো আলোর ব্যবস্থা না থাকায় পানি সংগ্রহে দুর্ভোগ পোহাতে হচ্ছে।