চিরকুটে আক্ষেপের কথা লিখে যুবকের আত্মহত্যা
ভোলায় মো. ইউসুফ (২২) নামের এক যুবক তার মা-বাবার উদ্দেশে একটি চিরকুট লিখে গাছে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১ মে) সকালে কোনো এক সময়ে তিনি আত্মহত্যা করেন। নিহত ইউসুফ ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের দিন মজুর শাহে আলমের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইউসুফের শারীরিক গড়ন স্বাভাবিক বাঙালিদের মতো ছিল না। তার গায়ের রঙ ছিল সাদা, দেখতে অনেকটা বিদেশিদের মতো। রোদের আলোতে তিনি চোখে দেখতে পারতেন না। এজন্য কোনো কাজও করতে পারতেন না। তাই দিনমজুর বাবার আয়ের ওপর সংসার চলছিল। এসব বিষয়ে অভিমান করে তার মা-বাবার উদ্দেশে একটি চিরকুট লিখে শনিবার সকালে কোনো একসময় বাড়ির পাশের বাগানের উঁচু গড়ই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে