 
                    
                    নাটকে সিন্ডিকেট নিয়ে মুখ খুললেন ফারিয়া শাহরিন
                        
                            ইত্তেফাক
                        
                        
                        
                         প্রকাশিত: ০১ মে ২০২১, ১৯:১৪
                        
                    
                নাটক পাড়ায় জোর গুঞ্জন, বাংলা নাটক এখন সিন্ডিকেট নির্ভর। হাতেগোনা কয়েকজন পরিচালক এবং পছন্দের অভিনেতা-অভিনেত্রীর বাইরে অভিনয় করেন না বর্তমান সময়ের জনপ্রিয় বেশ কয়েকজন। যদিও এমন অভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় হাতেগোনা কয়েকজনকে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন।
নিজের ফেসবুকে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘ঠিক করছি। নতুন, একদমই পরিচিত নন এরকম নায়কদের সঙ্গে কাজ করবো। ওদের প্রমোট করবো। যদি আমাকে ৪ জনও চেনে ওদের হয়তো একজন চিনবে আমার মাধ্যমে। ওরা এভাবেই একদুইজন করে পরিচিত হয়ে উঠবে। আমার ভালো লাগবে।’
 
                    
                 
                    
                