![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/01/durgapur-thana-010521-01.jpg/ALTERNATES/w640/durgapur-thana-010521-01.jpg)
নেত্রকোণায় বালুচাপায় ড্রেজার মালিক নিহত
নেত্রকোণার দুর্গাপুরে বালুর স্তূপ ভেঙে চাপা পড়ে এক ড্রেজার মালিক নিহত হয়েছেন। নিহত সবুজ মিয়া (৩২) দুর্গাপুর পৌরসভার খরশ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের সোমেশ্বরী নদীর কানিয়াল সখির ঘাটে শনিবার বেলা আড়াইটার দিকে তিনি চাপা পড়েন বলে দুর্গাপুর থানার ওসি শাহ নূর এ আলম জানান।