লালমোহনে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলো ৬ শতাধিক পরিবার
ভোলার লালমোহনে করোনা ভাইরাসে কর্মহীন ও হতদরিদ্র ৬ শত ৩৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের ‘মানবিক সহায়তা’ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অসহায় পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার যেকোনো দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউএনও আল-নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.