ইফতারে বাঙ্গির শরবত
ইত্তেফাক
প্রকাশিত: ০১ মে ২০২১, ১২:১৭
বর্তমানে বাজারে গেলে সব থেকে বেশি চোখে পরে যে ফলটি সেটা হলো বাঙ্গি। অনেকের কাছে ফলটি খুব পছন্দের আবার অনেকে এর থেকে অনেক দূরে থাকতে পছন্দ করেন। মূলত এর গন্ধের জন্য। শরীরের জন্য বাঙ্গি অত্যন্ত উপকারী। তাই সারাদিন রোজা করে ইফতারে তৈরি করে নিতে পারেন বাঙ্গির শরবত। এভাবে শরবত তৈরি করলে গন্ধ থাকেনা। যাদের অপছন্দ তারাও অনায়াসে খেতে পারবেন।