![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F01%2Fchandpur_fish.jpg%3Fitok%3DbqcjsH8f)
নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু
মার্চ-এপ্রিল দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকার পর গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে আবারও মাছ ধরা শুরু হয়েছে। এতে করে জেলেদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। দুই মাস পর নদীতে এবার ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জালে ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা।