![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F09c98cb9-5e6e-4ff0-a525-b89cb9d884e4%252Fctg_intern_doctors.jfif%3Frect%3D0%252C91%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
চট্টগ্রাম মেডিকেলে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার সময় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক হামলার শিকার হওয়ার পর বুধবার থেকে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।
এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে বৈঠক করেও কর্মসূচি থেকে ফেরাতে পারেনি। ফলে আজ শুক্রবার তৃতীয় দিনের মতো বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবায় এর প্রভাব পড়ছে। হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তি দাবি করে বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধনও করেন ইন্টার্ন চিকিৎসকেরা।