কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুন-জুলাইয়েই আছড়ে পড়বে করোনার দ্বিতীয় ঢেউ! প্রশাসনে প্রস্তুত থাকার নির্দেশ উদ্ধবের

এইসময় (ভারত) মহারাষ্ট্র প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ০৯:৫৮

করোনার প্রথম ধাক্কা সামলে উঠলেও দ্বিতীয় ধাক্কায় জেরবার ভারত। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বড় দাবি করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর কথায়, জুলাই এবং আগস্ট মাসে মহারাষ্ট্রে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এই মর্মে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন তিনি। উদ্ধব জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে এখন থেকেই প্রস্তুত হতে হবে প্রশাসনকে।

বৃহস্পতিবার জেলাশাসক এবং শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের মন্ত্রী রাজের তোপে জানান, 'আমাদের আত্মনির্ভর হওয়া অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে অক্সিজেনের বিষয়ে। অক্সিজেনের অভাব সংক্রান্ত কোনও অজুহাত মানতে রাজি নন মুখ্যমন্ত্রী, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও