লকডাউনেও থেমে নেই সড়কে মৃত্যুর মিছিল
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ২২:২২
করোনা মহামারির কারণে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। শুরুতেই সীমিত পরিসরে চলাচল করলেও মাসের মাঝামাঝি সময় থেকে গণপরিবহন চলাচল নিষিদ্ধ করে সরকার। কিন্তু এরপরও থেমে নেই দুর্ঘটনা। স্বাভাবিক সময়ের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমলেও তাকে আতঙ্কজনক বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তাদের দাবি, অবকাঠামোগত উন্নয়নের ফলে সড়কে গতি বাড়লেও গতিকে নিরাপদ করতে যেসব কাজ করা দরকার সেগুলো হচ্ছে না। যে কারণেই এমনটা ঘটছে।