![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/04/28/203600KK_210427085143-restricted-01-iran-navy-us-coast-guard-persian-gulf-0402-exlarge-169.jpg)
গুলি চালিয়ে ইরানি যুদ্ধজাহাজকে সতর্ক করল মার্কিন নৌবাহিনী
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ২০:৩৬
পার্শিয়ান সাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজকে উত্যক্ত করেছে ইরানের যুদ্ধজাহাজ। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুইটি জাহাজের ৬৮ গজের মধ্যে চলে আসে তিনটি ইরানি জাহাজ। তখন সতর্কতা সূচক গুলি ছোঁড়ে মার্কিন জাহাজ। গতকাল মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।