স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতে মামলা করা যাবে আদালতে
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান ‘লকডাউনের’ মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানী আদালত ও মুখ্য বিচারিক হাকিম বা মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে।
এক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ২০০ ধারার অধীনে বাদী ও সাক্ষীর (থাকলে) জবানবন্দি নিতে সংশ্লিষ্ট বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে।