ফাঁস হওয়া টেপ নিয়ে কেন বিপাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফাঁস হয়ে যাওয়া একটি অডিও টেপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফকে হতাশা প্রকাশ করে বলতে শোনা গেছে যে ইরানের পররাষ্ট্র নীতির ওপর প্রভাব বিস্তার করে দেশটির রেভলিউশনারি গার্ডস বা বিপ্লবী রক্ষী বাহিনী এবং রাশিয়ার নির্দেশে এই বাহিনীই ইরানকে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়েছে। এই টেপ নিয়ে এখন চলছে তুমুল হৈচৈ। সামাজিক মাধ্যমে এই বক্তব্য ব্যাপক বিস্ময় সৃষ্টি করেছে, অনেককে হতভম্ব করেছে এবং এ নিয়ে তৈরি হয়েছে সোরগোল।
তার এই বক্তব্য থেকে যেটা প্রকাশ পেয়েছে, সেটা অনেক ইরানীই অনেকদিন ধরে সন্দেহ করছিলেন। সবচেয়ে বিস্ময়ের বিষয় হল এই মন্তব্য এসেছে খোদ মি. জারিফের মুখ থেকে, যিনি একজন অভিজ্ঞ কূটনীতিক, সাধারণত খুবই সতর্কতার সাথে তিনি কথা বলেন এবং ইরানের রাজনীতিতে তিনি একজন মধ্যপন্থী বলে বিবেচিত।