শেষ মুহূর্তে প্লাজমা জোগাড় হলেও ফেরানো গেল না লেখক অনীশ দেবকে

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১৮:৪০

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব (Anish Deb)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সম্প্রতি তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে এবং কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির প্রয়োজন রয়েছে বলে জানানো হয় হাসপাতালে থেকে। এরপরই ম্যাচিং প্লাজমা ডোনারের খোঁজ চলতে থাকে। জনপ্রিয় কল্পবিজ্ঞান এই লেখকের প্লাজমার প্রয়োজন শুনে এগিয়ে আসেন নেটিজেনরা। মঙ্গলবার গোট দিন সোশ্যাল মিডিয়ায় লেখকের জন্য প্লাজমার খোঁজ করেন অনুরাগীরা। শেষ পর্যন্ত রাতের দিকে জোগাড়ও হয়ে যায় প্রয়োজনীয় প্লাজমা। তবে ততক্ষণে অনীশ দেবের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় তাঁকে ভেন্টিলশনে স্থানান্তিরত করা হয়। শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি লেখককে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও