আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের ফেরার ব্যবস্থা করবে সৌরভের বোর্ড
প্রতিযোগিতার শেষে ডেভিড ওয়ার্নার, অইন মর্গ্যানদের দেশে ফেরার ব্যবস্থা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বোর্ড ক্রিকেটারদের ফেরানোর জন্য আলাদা করে কোনও ব্যবস্থা নেবে না জানিয়ে দেওয়ার পর বিসিসিআই-এর তরফে এমন পদক্ষেপের কথা জানানো হয়।
প্রতিটা দল এবং ক্রিকেটারদের মেল করে বোর্ড জানিয়ে দিয়েছে যে, সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআই। প্রতিযোগিতা শেষ হলে তাঁদের ঘরে ফেরার ব্যবস্থাও করে দেবে বোর্ড। অ্যাডাম জাম্পা-সহ অস্ট্রেলিয়ার ৩ জন ক্রিকেটার ইতিমধ্যেই নিজেদের আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার ক্রিস লিন ব্যক্তিগত বিমানে তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তবে তা সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| ভারত
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে