বিকল কো-উইন পোর্টাল, বুধবার বিকেলে থমকে গেল তৃতীয় দফার টিকাকরণের নাম নথিভুক্তি
তৃতীয় দফার টিকাকরণের নাম নথিভুক্তিকরণের গোড়াতেই প্রযুক্তিগত ত্রুটির কারণে বিকল হল সরকারি কো-উইন পোর্টাল। বুধবার বিকেল ৪ টে নাগাদ এ সংক্রান্ত পোর্টালটিতে নাম নথিভুক্তি বন্ধ হয়ে যায়।
করোনা টিকা নিতে হলে ‘কো-উইন’ অ্যাপে নামধাম নথিবদ্ধ (রেজিস্ট্রেশন) করানো ছাড়া কোনও উপায় নেই। ওই অ্যাপ কাজ না করায় বিপাকে পড়েন বহু মানুষ। ১ মে থেকে ১৮ বছর এবং তার বেশি বয়সিদের টিকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সে জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু গোড়াতেই সেই উদ্যোগে বাধ সাধল প্রযুক্তিগত ত্রুটি।