১৬ মাসে ৫ তিমির মৃত্যু, কারণ অজানা
প্রথম আলো
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১১:২৮
বিশ্বে মানুষের পর বুদ্ধিমান প্রাণীগুলোর অন্যতম তিমি। গভীর সমুদ্রে বিচরণ করলেও উষ্ণ রক্তের এই প্রাণীগুলো মাছ নয়। এরা সন্তান প্রসব করে, বুকের দুধ দেয়। তবে ডাঙার মানুষের সঙ্গে সামুদ্রিক তিমির সরাসরি সংযোগ নেই বললেই চলে। তারপরও বিগত ১৬ মাসে বাংলাদেশের উপকূলে পাঁচটি তিমির মরদেহ ভেসে আসার ঘটনা ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এর মধ্যে চলতি মাসেই দুদিনের ব্যবধানে দুটি তিমির মরদেহ ভেসে এসেছে কক্সবাজারের সৈকতে।