উইগুর লেখকের ২০ বছরের কারাদণ্ড দিলো চীন
চীনের জিনজিয়াংয়ে উইগুর একজন বিশিষ্ট লেখককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে স্বায়ত্তশাসিত অঞ্চল (জুয়ার) কর্তৃপক্ষ।
প্রতিশোধের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ওমারকে কাশগার (চীনা ভাষায়, কাশী) প্রিফেকচারের মাকিত (মাইগাইতি) কাউন্টিতে আটক করা হয়। ২০১৭ সালের ১২ মার্চ আহতাম ওমারকে আটক করে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। এর মূল কারণ, তিনি বড় ভাইয়ের ছেলেকে মিশরে পড়তে পাঠিয়েছিলেন এবং তাকে টাকা পাঠিয়েছিলেন।