জুনের আগেই সবার টিকা নিশ্চিত করতে চায় জার্মানি
চ্যান্সেলর ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা করোনা টিকা প্রাপ্তদের জন্য ছাড় এবং সবার জন্য টিকা নেওয়ার সুযোগের বিষয়ে আলোচনা করেছেন। মে মাসেই এই দুটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খবর ডয়চে ভেলের।
করোনা সংকট মোকাবিলায় জার্মানিতে ‘এমারজেন্সি ব্রেক’ সম্ভবত ধীরে হলেও সংক্রমণের হার কমাতে শুরু করেছে বলে মনে হচ্ছে। মঙ্গলবার দৈনিক সংক্রমণের হার ছিল প্রায় ১১ হাজার। তবে এই হার ধারাবাহিকভাবে না কমলে পরিস্থিতির উন্নতির দাবি করা যাবে না। রাতে কারফিউয়ের মতো পদক্ষেপের পাশাপাশি টিকাদান কর্মসূচিতে গতি আসায় করোনার প্রসার আরো কমার আশা করা হচ্ছে।