হেফাজতের আরেক নেতাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার
টাঙ্গাইল থেকে নুরুল ইসলাম নোমানি নামের হেফাজতে ইসলামের আরেক নেতা গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান রিপন বলেন, তিনি ভাষানটেকের একটি মসজিদের খতিব। তবে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে সহিংসতা ও তাণ্ডব চালানো হয়, সেই মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়া সম্প্রতি আন্দোলনের নামে যে নাশকতা করা হয়েছে তার সঙ্গেও এই নেতার সংশ্লিষ্টতা রয়েছে। তবে সহিংসতার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। এরপর প্রযুক্তির সহযোগিতা নিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর গ্রেফতার করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে