ডিজিটাল বিপ্লব যখন বৈষম্যের হেতু
অনলাইন প্ল্যাটফর্মগুলোর কল্যাণে সৃষ্টি হয়েছে অসংখ্য ভার্চ্যুয়াল মার্কেটপ্লেস, ফলে বাস্তব আর ডিজিটাল অর্থনীতির মধ্যে তৈরি হয়েছে ফারাক। করোনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি লোককে এখন পণ্য, পরিষেবা ও কাজের খোঁজে অনলাইনের দিকে চালিত করছে। ফলে ফারাকটা আরও বিস্তৃত হচ্ছে।