খাবারের সন্ধানে লোকালয়ে বানর
করোনার প্রাকোপ বেড়ে যাওয়ায় চলছে সরকার নির্দেশিত লকডাউন। এ অবস্থায় অবরুদ্ধ সাধারণ মানুষ। অনিশ্চয়তার প্রতিটি দিন কষ্টকর হয় যখন খাদ্য সংকট দেখা দেয়। নিত্যপণ্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে জনমনে। এমন সময়ে ভালো নেই বন্য প্রাণীগুলোও।
গাজীপুরের কালীগঞ্জে বানরের সংখ্যা একেবারেই শূণ্যের কোঠায়। যাও দু’একটা আছে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে। তার ওপর করোনকালীন সময়ে খাদ্য সংকটে পড়েছে প্রাণিগুলো।