অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ, দেওয়া হবে ষাটোর্ধ্বদের: মালয়েশিয়া
অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা ব্যবহারের জন্য নিরাপদ বলে ঘোষণা করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। বৈশ্বিক কোভ্যাক্স সুবিধার মাধ্যমে কেনা এই টিকার প্রথম চালান হাতে পাওয়ার তিনদিন পর সোমবার দেশটি একথা জানাল।
অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার বিরল উপসর্গ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্বের কয়েকটি দেশ এরই মধ্যে এই টিকার ব্যবহার সীমিত করে ফেলেছে বা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
তবে অ্যাস্ট্রাজেনেকা বলছে, যুক্তরাজ্য এবং ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলো পর্যালোচনা করে দখেছে যে, তাদের এই টিকা উচ্চমাত্রায় সুরক্ষা দেয় এবং টিকাটি নিলে কোনওরকম ঝুঁকির তুলনায় অনেক বেশি সুফল পাওয়া যায়।