You have reached your daily news limit

Please log in to continue


এস্কেভেটর দিয়ে নিজে খালের ময়লা পরিষ্কার করলেন বরিশাল মেয়র

বরিশাল নগরীর মধ্যদিয়ে বয়ে চলা ২২টি খালে ময়লা-আবর্জনা জমে থাকায় পানির প্রবাহ নেই বললেই চলে। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় নগরজুড়ে জলাবদ্ধতা। খালে জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। এ অবস্থা নিরসনে খাল পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সোমবার (২৬ এপ্রিল) বেলা ১২ টার দিকে নগরীর খাল পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় নগরীর চৌমাথা বাজার সংলগ্ন নবগ্রাম খালের ময়লা মেয়র নিজে ভেকু (এস্কেভেটর) দিয়ে পরিষ্কার করেন। উদ্বোধনী কার্যক্রমে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল (রাজস্ব) রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সদর মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সদর নিশাত তামান্না, সহকারী কমিশনার বরিশাল সুব্রত বিশ্বাস দাস ও সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন