![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/netrokona-275505.jpg)
হাসপাতালের করোনা ইউনিট তালাবদ্ধ, সেবাবঞ্চিত মানুষ
দেশের কোথাও যখন করোনা রোগীদের শয্যা মিলছে না, তখন নেত্রকোনার ১০০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটটি পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়। ভর্তি হতে পারছেন না একজন রোগীও। এ ছাড়া এখানকার নোংরা পরিবেশ আর চিকিৎসাসেবা নিয়েও অভিযোগের অন্ত নেই। কোনো আইসিইউ বেড না থাকলেও সিভিল সার্জন বলছেন, করোনা সেবায় পুরোপুরি প্রস্তুত তারা।