ভারতে করোনার টিকা তৈরির কাঁচামাল পাঠাবে যুক্তরাষ্ট্র
ভারতে করোনার টিকা তৈরির কাঁচামাল পাঠাবে বলে জানাল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের জারি করা এক বিবৃতিতে গতকাল রোববার তেমনটাই জানা গেছে। সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে। মার্কিন প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, সেরাম ইনস্টিটিউটে কোভিশিল্ড টিকা প্রস্তুত করার জন্য যেসব কাঁচামালের প্রয়োজন, তা শিগগির পাঠানো হবে।
কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ধসে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য অক্সিজেন, টিকা ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্রেরর কাছে সাহায্য চেয়েছিল ভারত। কিন্তু বাইডেন প্রশাসন টিকা তৈরির কাঁচামাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরই ভারতের জনসাধারণ বাইডেনের প্রতি ক্ষোভ প্রকাশ করে। দেড় বছর আগের প্রসঙ্গ তখন সামনে আনা হয়। গত বছরের এপ্রিলে যখন যুক্তরাষ্ট্র ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিল, তখন সে দেশে পাঁচ কোটি ট্যাবলেট পাঠানো হয়েছিল। কিন্তু যখন ভারতের সময় এল, সাহায্য করবে না বলে জানিয়ে দিল যুক্তরাষ্ট্র।