মিয়ানমারে ভূমিকম্প: অনেক এলাকায় জরুরি অবস্থা, ধসে পড়েছে একাধিক ভবন

বিডি নিউজ ২৪ মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১৮:৫১

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নড়ে ওঠা মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে একাধিক বহুতল ভবন ধসে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


এর তীব্রতা এত বেশি ছিল যে শহরটি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অনেক ভবনও কেঁপে উঠেছিল; আতঙ্কে সেখানকার হাজার হাজার বাসিন্দা তখন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।


ভূমিকম্পের কারণে ব্যাংকক স্টক এক্সচেঞ্জের লেনদেনও স্থগিত হয়ে যায়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাবে শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে।


ভূমিকম্পের পর শক্তিশালী একটি পরাঘাতও অনুভূত হয়েছে।


ক্ষয়ক্ষতি নিয়ে এখন পর্যন্ত মিয়ানমারের সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দেশটিতে ক্ষমতাসীন সামরিক বাহিনী একাধিক অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও