You have reached your daily news limit

Please log in to continue


গরমে হাঁসফাঁস করছে নগরবাসী

রোববার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রাস্তার পাশে গাছের ছায়ায় রিকশার সামনের সিটে পা তুলে পেছনের সিটে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আনুমানিক ২০/২২ বছরের এক যুবক। রিকশার হ্যান্ডেলের সামনে ঝুলছিল একটি মাস্ক। পাশেই আরও দুজন রিকশাচালক বসে বিশ্রাম নিচ্ছিলেন। অদূরে সিগন্যালে দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবলকেও এগিয়ে এসে গাছতলায় দাঁড়াতে দেখা যায়। তার ডাকে ওই রিকশাচালক জেগে ওঠেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আলম মিয়া নামের ওই তরুণ রিকশাচালক বলেন, ‘একটু আগে ফার্মগেট থাইক্যা একটা ক্ষ্যাপ (যাত্রী) নিয়া আইছি, এত্ত গরম, পরানডা বুঝি ফাইট্যা যায়। যাত্রীকে নামিয়ে দিয়েই চোখমুখে অন্ধকার দেহি। তাই একটু লম্বা অইয়া শ্বাস লইতাছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন