![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fqaumi_madrasa.jpg%3Fitok%3DQqFWF0Tw)
কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতিমুক্ত থাকার সিদ্ধান্ত
কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সবধরনের রাজনীতি থেকে মুক্ত থাকবে মর্মে আজ রোববার এক চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়া’র স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।