প্রতি রাতে ২০০-৩০০ ব্যক্তিকে সাহরি খাওয়াচ্ছেন একদল যুবক
পাবনা শহর থেকে আট কিলোমিটার দূরে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম ধোপাঘাটা। পাবনা- ঢাকা সহাসড়ক থেকে আরও তিন কিলোমিটার গ্রামীণ সড়ক পাড়ি দিলে মৃত নূরুজ্জামান নূরু খানের বাড়ি। তিনি গতবছরের ২২ শে মে করোনা উপসর্গে মারা যাওয়ার পর তার গোসল-জানাজা, দাফন হচ্ছিল না। তার মৃতদেহ বিছানায় পড়েছিল কমপক্ষে ছয় ঘণ্টা। বাড়ির আশপাশের শ শ লোক জড়ো হলেও তারা বাড়ির ভেতরে আসেননি। প্রশাসনের লোকজন অনুরোধ করলেও সেদিন গ্রামের কেউ কাছে যাননি। তার দাফনের কাপড় কেউ এনে দেননি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সেহরী
- যুবক
- রাত
- খাবার বিতরণ