আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নতুন আপডেট এনেছে ইউটিউব। ওই আপডেটে মোবাইল অ্যাপের জন্য ভিডিও মান সম্পর্কিত নতুন সেটিংস নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
নতুন আসা ‘হায়ার পিকচার কোয়ালিটি’ সেটিংসে ভিডিওকে যতোটা পরিষ্কার দেখানো সম্ভব, ততোটাই দেখবেন ব্যবহারকারীরা। কিন্তু এতে অন্যান্য অপশনের চেয়ে ডেটা খরচ বেশি হবে।