![](https://media.priyo.com/img/500x/https://gdb.voanews.com/FAA34FF0-7200-4A58-91E5-5970747C8521_w1200_r1.jpg)
বাগদাদের করোনা রোগীদের হাসপাতালে অগ্নিকান্ড, অন্তত ২৩ জন নিহত
নিরাপত্তা ও চিকিৎসা সূত্রে জানানো হয়েছে, বাগদাদের একটি করোনা হাসপাতালের নিবিড় পরিচর্য্য কেন্দ্রে আগুন লাগলে, অন্তত ২৩ জন নিহত হয়েছেনI চিকিৎসা সূত্রে জানানো হয়, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছেI প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে সূত্রটি জানায়I বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহরতলিতে অবস্থিত, ইবনে আল খতিব হাসপাতালের রোগী ও তাদের আত্মীয়স্বজনদের হাসপাতাল ছেড়ে চলে যেতে দেখা যায়I