কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় মুসা ম্যানশনে মারা যায় চারজন
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের মালিক মোস্তফা আহম্মেদসহ অন্যান্য কেমিক্যাল ব্যবসায়ীরা ম্যানশনের নিচতলায় দাহ্য পদার্থ ও কেমিক্যাল সংরক্ষণের জন্য দোকান/গোডাউন হিসেবে তাচ্ছিল্যভাবে ব্যবহার করে।
কেমিক্যালের দোকান/গোডাউনে আগুন লাগার ফলে কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে দগ্ধ হয়ে রাসেল, সুমাইয়া, অলিউল্লাহ ও কবিরের মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হাজী মুসা ম্যানশনের নিচতলায় আগুন লাগে। সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।