ভালুকায় ব্যবসায়ী আসাদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খাদ্য ব্যবসায়ী আসাদুল ইসলাম (৪৮) হত্যা মামলার প্রধান আসামি পলাতক মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। তার ৫ দিনের রিমান্ড আবেদনে আজ শনিবার (২৪ এপ্রিল) আদালতে পাঠানো হয়। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) সিলেট কোতোয়ালি থানাধীন লাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মিয়া ভালুকা উপজেলার ধীতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।
পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে ছুরিকাঘাতে পোল্ট্রি খাদ্য ব্যবসায়ী আসাদুল ইসলামকে হত্যা করা হয়। আসাদুল উপজেলার ভাওয়ালিয়াবাজু গ্রামের শামছুদ্দিনের ছেলে। তিনি ভাওয়ালিয়াবাজু বাজারে পোল্ট্রি খাদ্যের ব্যবসা করতেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে