You have reached your daily news limit

Please log in to continue


করোনা সংক্রমিতদের বাড়িতে সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন

শরীয়তপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে খাদ্যসহায়তা ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু করেছেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। গত দুই দিনে ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার ১০টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। তাদের চাল, ডাল, তেল ও বিভিন্ন ফল দেওয়া হয়।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরভয়রা গ্রামের বাসিন্দা ইব্রাহীম হোসেন (৩৩) ওমানপ্রবাসী ছিলেন। করোনার কারণে গত বছর অক্টোবর মাসে গাড়িচালকের কাজটি হারান। হাতে যা টাকা ছিল তা দিয়ে দুই মাস সেখানে অবস্থান করে নতুন কাজ খোঁজেন। কোনো কাজ না পেয়ে শেষ পর্যন্ত ডিসেম্বরে দেশে ফিরে আসেন। চলতি বছরের ২৯ মার্চ তাঁর করোনা শনাক্ত হয়। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এমন পরিস্থিতিতে তিনি অর্থসংকটে হতাশ হয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন