![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/giggs2-2104240631.jpg)
নারী লাঞ্ছনার দায়ে চাকরি হারালেন গিগস
ইউরো-২০২০ পর্যন্ত ওয়েলসের কোচ থাকার কথা থাকলেও চাকরি হারিয়েছেন সাবেক তারকা ফুটবলার রায়ান গিগস। দুজন নারীকে লাঞ্ছিত করার দায়ে অভিযুক্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি।
গিগসের বিরুদ্ধে অভিযোগ, স্যালফোর্ডে গত নভেম্বরে ৩০ বছর বয়সী একজন নারীকে শারীরিকভাবে আঘাত করেছিলেন গিগস। এরপর ২০ বছর বয়সী আরেক নারীকেও আক্রমণ করেছিলেন তিনি।