রানা প্লাজা ট্র্যাজেডি: মা হারা সন্তানের ঠাঁই এখন দাদীর কোলে
২০১৩ সালের এই দিনে (২৪ এপ্রিল) সাভারে ধসে পড়েছিল রানা প্লাজা ভবন। এসময় ইট-কংক্রিটে চাপা পড়ে হারিয়ে যায় সহস্রাধিক তাজা প্রাণ। এসব প্রাণের মধ্যে গাইবান্ধার লিপি বেগমেরও মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই লিপি বেগমের রেখে যাওয়া একমাত্র মেয়ে জেরিন আক্তারের (১০) এখন ঠাঁই হয়েছে দাদীর কোলে। বৃদ্ধা দাদী জেলেখা বেগমের আদর-যত্নে ধীরে ধীরে বড় হচ্ছে জেরিন।
শনিবার (২৪ এপ্রিল) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর (বুড়িভিটা) গ্রামের বৃদ্ধা জেলেখা বেগমের পাশে বসে থাকতে দেখা যায় মা হারা জেরিন আক্তারকে। এসময় মায়ের মৃত্যুর ঘটনা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল জেরিন।