![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-82215677,imgsize-105358/pic.jpg)
কোভিড হাসপাতালে অক্সিজেন পৌঁছবে বায়ুসেনা
হাসপাতালে প্রাণবায়ু পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারতীয় বায়ুসেনা। বর্তমানে দেশ অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে। ক্রমশ ফুরিয়ে আসছে অক্সিজেন। আর সেই কারণেই উড়ান নিল IAF এর বিমান।
হাসপাতালে প্রাণবায়ু পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারতীয় বায়ুসেনা। বর্তমানে দেশ অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে। ক্রমশ ফুরিয়ে আসছে অক্সিজেন। আর সেই কারণেই উড়ান নিল IAF এর বিমান।