বাজারে দাম চড়া, তবু মৌসুম শেষে লোকসানের আশঙ্কা তরমুজ ব্যবসায়ীদের
রাজধানীর বাজারে তরমুজের দাম চড়া হলেও মাঠ পর্যায়ে গ্রীষ্মকালীন এই ফলটির দাম নেই বলে জানিয়েছেন দক্ষিণাঞ্চলের কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তরমুজের বেচাকেনা হয়। তবে এবার লকডাউন এবং ক্ষেতে জোয়ারের পানি ওঠায় অর্ধেকের বেশি তরমুজ নষ্ট হয়েছে। এজন্য বাজারে দাম চড়া থাকলেও কোটি টাকা লোকসান হয়েছে তাদের।
শুক্রবার (২৩ এপ্রিল) রাজধানীর সদরঘাটের বাদামতলী আড়তে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চল থেকে প্রচুর তরমুজ এসেছে। ট্রলার থেকে তরমুজ নামাচ্ছেন ব্যবসায়ীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তরমুজের খোসা
- দাম বেশি
- তরমুজের হাট