সোনাহাট সেতুর গাইড বাঁধ নির্মাণে অনিয়ম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর গাইড বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দুধকুমার নদ থেকে বালু তুলে ৩১৪ মিটার দৈর্ঘ্য সেতুর ডান তীর নির্মাণ করা হচ্ছে। এতে বর্ষায় বড় ধরনের বন্যা হলে বালুর বাঁধটি দুধকুমার নদের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর ২০১৯ সালে ২৩২ কোটি টাকা ব্যয়ে ৬৪৫ মিটার পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়। অপর দিকে সোনাহাট সেতুর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় সোনাহাট সেতুর উভয় পাশে ৮১৪ মিটার সেতু রক্ষায় বাঁধ নির্মাণের কাজ করছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।