![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
যে সম্পত্তির ওপর দখলকারী ব্যক্তির স্বত্বাধিকার দাবি সর্বজনমহলের বিবেচনায় স্পষ্টতই অন্যায্য ও অসংগত, সেই দখলকারীর প্রতি বিদ্রূপাত্মক শ্লেষ বর্ষণে ‘বাপের সম্পত্তি’ শব্দবন্ধটির স্বতঃস্ফূর্ত ব্যবহারের চল বহু প্রাচীন। অর্থাৎ গায়ের জোরে কেউ অন্যের সম্পদকে ‘পৈতৃক সম্পত্তি’ জ্ঞানে কুক্ষিগত করলে ‘এটি কি আপনার বাপের সম্পত্তি?’ গোছের প্রশ্ন তুলে সেই মালিকানা দাবিকে প্রশ্নের মুখে ফেলা হয়।
- ট্যাগ:
- মতামত
- নদী
- সম্পত্তি দখল