![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/04/online/photos/Untitled-5-samakal-608014552ac16.png)
‘এটাই হয়তো শেষ সকাল’ পোস্ট দেওয়ার পরদিনই মৃত্যু
হয়তো মৃত্যুর অপেক্ষায়ই ছিলেন তিনি। মৃত্যু যন্ত্রণা বুঝতে পেরে সে কথাই লিখেছিলেন। ‘এটাই হয়তো শেষ সকাল’ জানিয়ে পোস্ট দেওয়ার পরদিনই মৃত্যু হয়েছে তার।
ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালের চিকিৎসক মনীষা জাদবের মৃত্যু হয় সোমবার। করোনা আক্রান্ত এই নারী এর আগের দিন রোববার মৃত্যুর ইঙ্গিত দিয়ে একটি পোস্ট দেন ফেসবুকে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মনীষা মুম্বাইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। একাধারে চিকিৎসা এবং প্রশাসনিক দুটো বিষয়ই খুব ভালভাবে সামলানোর জন্য বেশ নামডাক ছিল তার।