কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিরাট স্বস্তি! করোনার একাধিক প্রজাতিকে মারতে সক্ষম Covaxin

এইসময় (ভারত) ভারত প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১৪:২৯

 করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বেলাগাম সংক্রমণ। এই পরিস্থিতিতে বিরাট স্বস্তির বার্তা শোনাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। করোনাভাইরাসের (Covid 19)-এর একাধিক প্রজাতির বিরুদ্ধে লড়াই চালাতে পারবে কোভ্যাক্সিন (Covaxin)। ICMR-র গবেষণায় দেখা গিয়েছে, করোনার একাধিক প্রজাতিকে বিনাশ করতে পারবে কোভ্যাক্সিন। যে হারে দেশজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে কোভ্যাক্সিনের কার্যক্ষমতা নিয়ে যে তথ্য তুলে ধরল ICMR, তাতে আশার আলো দেখা গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে টিকাকরণ শুরু হয়েছে। এই মুহূর্তে ভারতে অক্সফোর্ডের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। যে হারে করোনা বাড়ছে তাতে দেশের কোথাও কোথাও ভ্যাকসিনের ঘাটতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষিতে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে, দেশে তৈরি ভ্যাকসিন নিয়ে যে আশার বাণী শোনাল ICMR, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও