‘লকডাউনের’ অজুহাতে বাড়তি দেশি ফলের দাম
পুষ্টিসমৃদ্ধ ফল বাঙ্গি খেতে মিষ্টি না হলেও রমজানের মধ্যে তার চাহিদা বেড়েছে। সে কারণে দামও বেড়েছে। মোটামুটি বড় আকারের যে বাঙ্গি রোজার আগে ৮০ টাকায় পাওয়া গেছে, গতকাল মঙ্গলবার বাজারে তার দাম উঠেছে ১২০ থেকে ১৫০ টাকা, আর মাঝারি আকৃতির বাঙ্গি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
শুধু বাঙ্গি নয়, রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মের আরেক ফল তরমুজের দামও বাড়তি। বড় আকারের তরমুজের প্রতি কেজির দাম ৫০-৬০ টাকা, আর দেশে উৎপাদিত থাই জাতের পেয়ারা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের আনারস ৩০ এবং মাঝারি আকারের আনারস প্রতিটি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এমনকি ছোট আকারের প্রতিটি ডাব ৭০ টাকা ও বড়গুলোর দাম ১২০ টাকা পর্যন্ত।