কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বড় ঘোষণা? একটু পরেই জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

এইসময় (ভারত) ভারত প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ২০:৫৪

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে গোটা দেশ। রোজই বেড়ে চলেছে সংক্রমণ। আজ রাত ৮টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আবহে বড় ঘোষণা করতে পারেন মোদী, এমনটাই মনে করা হচ্ছে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ। এই পরিস্থিতিতে ভাইরাসকে রুখতে বড় পদক্ষেপ করেছে মোদী সরকার। এবার দেশে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, এতদিন ৪৫ বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাঁদেরকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে টিকাকরণ শুরু হয়েছে। এই মুহূর্তে ভারতে অক্সফোর্ডের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। যে হারে করোনা বাড়ছে তাতে দেশের কোথাও কোথাও ভ্যাকসিনের ঘাটতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষিতে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-কে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও