ক্ষমতার দাপট কমতেই হাটের ইজারামূল্য বাড়ল ১৭৪ গুণ
ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের আফজাল মণ্ডলের গরু হাটটি গত বছর ৫৫ হাজার ১০০ টাকায় ইজারা দেওয়া হয়। এ বছর ওই হাটের ইজারামূল্য উঠেছে ৯৬ লাখ ১ হাজার ১০০ টাকা। যে কারোরই প্রথমে মনে হতে পারে, গুনতিতে ভুল হয়েছে। এক বছরের ব্যবধানে একটা গোহাটের ইজারামূল্য ১৭৪ গুণ বেড়ে যায় কী করে?
স্থানীয় সূত্রগুলো বলছে, ফরিদপুরের রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই এমনটা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই এখানকার টেন্ডার, ইজারা, চাঁদাবাজি—সবকিছু কুক্ষিগত করে রেখেছিলেন ফরিদপুর সদরের সাংসদ খন্দকার মোশাররফ হোসেনের লোকজন।
গত বছর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলাকে কেন্দ্র করে মামলায় একে একে গ্রেপ্তার হন খন্দকার মোশাররফের অনুগত অনেকে। গ্রেপ্তার হওয়া দুই ভাই রুবেল ও বরকতের আড়াই হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে মামলাও হয়। এরপরই ফরিদপুর থেকে বিদায় হন মোশাররফের অনুগতরা। কেউ জেলে, অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন।