রাজ্যে ২০০টি সেফ হোমে ১১০০০ বেড
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে। কলকাতায় প্রতিদিন হাজারের উপরে মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি আঁচ করে হাসপাতালের বেড বাড়ানোর পাশাপাশি সেফ হোমের পরিকাঠামো বাড়াতে আরও তৎপর হলো রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতায় সেফ হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানালেন বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও এদিনই মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, 'ওরা অনেক জায়গা নিয়ে নিয়েছে, তাই জায়গার অভাব রয়েছে। তবে অকারণ ভয় পাওয়ার কিছু নেই। আমরা পরিস্থিতি সামলাচ্ছি।