সাইটে বহু বেড খালি, রোগী তবু প্রত্যাখ্যাতই

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৭:৫৩

স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, প্রচুর কোভিড বেড খালি রয়েছে হাসপাতালে। কিন্তু বাস্তব বলছে, চিকিৎসকের পরামর্শ মেনে করোনা রোগী হাসপাতাল পৌঁছলেও বেড না-পেয়েই ফিরতে হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। কলকাতারই যাদবপুরে করোনা আক্রান্ত হয়ে জ্বর-শ্বাসকষ্টে ভুগছিলেন বছর পঞ্চান্নর অসীম সাহা। বাড়াবাড়ি হতে গত বৃহস্পতিবার তাঁকে যাদবপুরের কেপিসি হাসপাতালে নিয়ে যান দাদা তপন সাহা। বেড নেই জানিয়ে সেখান থেকে চিকিৎসকরা তাঁকে 'রেফার' করে দেন এমআর বাঙ্গুর হাসপাতালে। সেখানেও জোটে প্রত্যাখ্যান। কারণ নাকি একই, বেড নেই!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও