কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈশ্বরদীতে ট্রাক উল্টে নিহত ৩ আহত ৭

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০০:০০

পাবনার ঈশ্বরদীতে কলা বোঝাই ট্রাক উল্টে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন। গত রোববার রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি পশ্চিম পাড়া গ্রামের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন- লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জাব্বার হোসেন (৫৫), কৈকুন্ডা গ্রামের মতিয়ার রহমান শাহ্‌ (৩৭) এবং জয়পুরহাট জেলার শুকুর আলী (৩৫)। তারা সকলে কলা বাগানে শ্রমিকের কাজ করতেন। পুলিশ জানায়, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের হুদিপাড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক রাত ১১টার দিকে চরগড়গড়ি পশ্চিম পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে জলমগ্ন জমিতে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হন। তারা সবাই ট্রাকের উপরে ছিলেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার এবং আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত