নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া ভ্রমণ চালু, উচ্ছ্বসিত যাত্রীরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ২২:৩১

এক বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মধ্যে বিনা বাধায় ভ্রমণ চালু হয়েছে। এতে দুই দেশের নাগরিকরা আবার একে অপরের দেশে স্বাভাবিক ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ভ্রমণের জন্য তাদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না।


বিবিসি জানায়, দীর্ঘপ্রতীক্ষিত ‘ট্রাভল বাবল’চালুর পর সোমবার অস্ট্রেলিয়া থেকে প্রথম ফ্লাইট নিউ জিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরে পৌঁছালে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অশ্রুসজল চোখে স্বজনরা একে অপরকে জড়িয়ে ধরেন।


এদিন দুই দেশের হাজারের বেশি নাগরিক ভ্রমণের জন্য ফ্লাইটের ‍অগ্রিম টিকিট কেটেছেন। কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দু’দেশই অত্যন্ত সফলভাব কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণ করতে পেরেছে। নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দু’দেশেই করোনাভাইরাস সংক্রমণ বর্তমানে খুবই কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও